ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। তবে কিউইদের মূল লক্ষ্য চ্যাম্পিয়নস ট্রফি জয়। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার টিম সাউদির মনে করেন, চ্যাম্পিয়নস ট্রফি জিতবে নিউজিল্যান্ড।
২০০০ সালে কেনিয়ার নাইরোবিতে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়সন ট্রফি (তখন নাম ছিল আইসিসি নকআউট ট্রফি) জিতেছিল নিউজিল্যান্ড।
টিম সাউদি বলেন, 'যদি আইসিসি ইভেন্টগুলোতে নিউজিল্যান্ডের রেকর্ড দেখেন, তারা সবসময় সেখানে (ফাইনালে) বা তার কাছাকাছি থাকে। চ্যাম্পিয়নস ট্রফির মতো টুর্নামেন্টে যেকোনো কিছু ঘটতে পারে। ব্ল্যাকক্যাপসদের সেখানে দেখতে চাই আমি এবং আশা করি, সবশেষে ট্রফি উঁচিয়ে ধরবে তারা।'
করাচিতে আগামী বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান।