মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সাবেক এমপি সুবিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪১ পিএম

কুমিল্লা -১ আসনের সাবেক সংসদ-সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুইয়াকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন দাউদকান্দি পৌরসভা বিএনপি। বিক্ষোভ মিছিল থেকে সাবেক এমপি ছাড়াও তার স্ত্রী মাহমুদা ভুইয়া ও ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকেও গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দাউদকান্দি উপজেলা সদরে পৌর বিএনপির ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি  নুর মোহাম্মদ সেলিম এবং সদস্য সচিব কাউছার আলম সরকার, সাবেক কমিশনার বিল্লাল খন্দকার সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দাউদকান্দি পৌর সদর হতে উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়।

রোববার কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, তার স্ত্রী মাহমুদা ভুইয়া  ও ছেলে মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে অবৈধভাবে ৮ কোটি ৮৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর সাবেক এই এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। মোহাম্মদ আলী সুমন দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত