মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ‘নরকের দরজা খুলে দেয়ার’ হুমকি নেতানিয়াহুর

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৪ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক সব জিম্মিকে মুক্তি না দেওয়া হলে অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ‘নরকের দরজা খুলে দেয়ার’ হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

স্থানীয় সময় রোববার জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠকের পর এ হুমকি দেন নেতানিয়াহু। খবর বিবিসি।

এ সময় গাজার জনসংখ্যা অপসারণ ও উপত্যকার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে ‘সাহসী দৃষ্টিভঙ্গির’ উল্লেখ করে প্রশংসাও করেছেন তিনি। নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্পের গাজার জনসংখ্যা অপসারণ ও পুনর্বাসনের পরিকল্পনাকে "বাস্তবতা" হিসেবে রূপ দেওয়ার জন্য কাজ চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল এবং সেখানকার প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে প্রতিবেশী দেশগুলিতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়ার পর এই আলোচনা শুরু হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গাজার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি ‘সাধারণ কৌশল’ রয়েছে। আঞ্চলিক সফরের অংশ হিসেবে রোববার জেরুজালেমে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় "নরকের দরজা" খুলে দেওয়া হবে।

এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় হামাস সামরিক বা সরকারি বাহিনী হিসেবে থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত তারা একটি শক্তি হিসেবে টিকে থাকবে, ততক্ষণ পর্যন্ত শান্তি অসম্ভব।"

এদিকে ট্রাম্পের গাজা দখল ও পুনর্বাসনের পরিকল্পনাকে ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি ও আরব নেতারা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস জোর দিয়ে জানিয়েছে, ফিলিস্তিনি ভূমি "বিক্রির জন্য নয়।‘

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত