বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরা এলাকায় গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম ও আওয়ামী লীগ, যুবলীগের ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ সোমবার তাদের হাজির করে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। শুনানি নিয়ে আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন বিচারকের বিচারিক প্যানেল।
গ্রেপ্তার দেখানো অপর পাঁচজন হলেন- উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।
আতিকসহ ৬ জনের তদন্ত প্রতিবেদন দাখিল ও পরবর্তী শুনানির জন্য আগামী ৯ মার্চ ধার্য করে ট্রাইব্যুনাল। এর আগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় তাদের হাজির করা হয়। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম ও বিএম সুলতান মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী মিজানুল ইসলাম ও আব্দুস সোবহান তরফদার। ১৭ অক্টোবর রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে গ্রেপ্তার করা হয় আতিকুল ইসলামকে।