শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এরমধ্যে মিরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাহিদ কামাল রানা (৩০) নামে এক যুবক ও মগবাজার ফ্লাইওভারের উপরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৫০) এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মগবাজার ইনসাফ আল বারাকা হাসপাতালের সামনে ফ্লাইওভারের উপড়ে অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই মারা যান ওই নারী। আর রোববার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ২ নম্বর সেকশন সনি সিনেমা হলের পাশের রাস্তায় দুর্ঘটনায় আহত হন ওই যুবক। আহত অবস্থায় স্বজনরা নাহিদ ও তার বন্ধু কাজী ফেরদৌসকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে মারা যান নাহিদ।

ঢাকা মেডিকেলে নাহিদের বাবা লিটন হোসেন বলেন, তাদের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার মুন্সিনগর গ্রামে। বর্তমানে দারুসসালাম লালকুঠি এলাকায় থাকেন। নাহিদ একটি কোম্পানিতে চাকরি করতেন। রোববার রাতে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। জানতে পারি মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদ ও তার বন্ধু আহত হয়েছেন। তাদের মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুদ্দোহা বলেন, রাতে মিরপুর-২ নম্বর সেকশন থেকে মোটরসাইকেল যোগে মিরপুর ১ নম্বর সেকশনের দিকে যাওয়ার সময় সনি সিনেমা হলের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন দুই আরোহী। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে নাহিদ নামে একজন মারা যায়। আহত তার বন্ধু কাজী ফেরদৌসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে সকালে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় পাওয়া যায়নি। তবে ওই  নারী ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে। সোমবার ভোরে যে কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলে মারা গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত