সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, কোনোরকমে ছুঁলো দুইশ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ পিএম

দারুণ শুরুর পরও ব্যাটিং লাইনআপের ধসে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লড়াইয়ের পুঁজি গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে ২০২ রানেই অলআউট হয়েছে টাইগাররা। 

দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ হাসান তামিম চরম ব্যর্থ হন। মাত্র ৬ রান করে আলি রেজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর তিনে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে দলকে ভরসা দিতে পারেননি তিনিও। ১২ রান করে মুবাশ্বির খানের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। 

তবে সৌম্য সরকার অন্য প্রান্তে দারুণ ব্যাটিং করছিলেন। বিপিএল দিয়ে চোট কাটিয়ে ফেরা এই ব্যাটার সাবলীল খেলছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ৩৫ রানে থামতে হয় তাকে। তার ৩৮ বলের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি।  সৌম্যের বিদায়ের পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ। চারে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তিনি। তাকে সঙ্গ দেন তাওহিদ হৃদয়, কিন্তু ১৯ রানের বেশি করতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার। 

এরপর দ্রুতই ধসে পড়ে বাংলাদেশের ইনিংস। দুর্দান্ত ব্যাটিং করা মিরাজ হাফ সেঞ্চুরির আগে বিদায় নেন। তার ব্যাট থেকে আসে ৫৩ বলে ৪৪ রান। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম ও জাকের আলি ব্যর্থ হলে দেড়শর আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। 

দলের বিপর্যয়ের সময় কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তানজিম সাকিব ও রিশাদ হোসেন। তবে ১৫ বলে ১৪ রান করে ফিরে যান রিশাদ। সাকিব ২৭ বলে ৩০ রান করে ইনিংস কিছুটা টানেন। এছাড়া নাসুম আহমেদ ১৫ রান করেন। 

শেষ পর্যন্ত লোয়ার অর্ডারের সম্মিলিত চেষ্টায় কোনোমতে দুইশ ছুঁতে সক্ষম হয় বাংলাদেশ। তবে পাকিস্তান ‘এ’ দলের বোলারদের সামনে মিডল অর্ডারের ব্যর্থতা নিয়ে চিন্তায় থাকবে টিম ম্যানেজমেন্ট।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত