সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

লামায় অপহৃত ২৬ জনের মধ্যে পালিয়ে এসেছেন একজন 

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৭ পিএম

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকা থেকে অপহৃত ২৬ জন শ্রমিকের মধ্যে মো. জিয়াউর রহমান (৪৫) নামে একজন পালিয়ে এসেছেন। বাকিদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে যৌথবাহিনী।

গতকাল রোববার সকালে তাদের অপহরণ করা হয়েছিল। রাবার বাগানের মালিকেরা জানান, অপহরণকারীরা আজ সকালেও মুক্তিপণ দাবি করেছে। মুক্তিপণ না দিলে এসব শ্রমিককে হত্যা এবং রাবার বাগান পুড়িয়ে ধ্বংসের হুমকি দিয়েছে।

অপহৃতরা হলেন— মো.ফারুক (২৬),মো.আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। তবে অপর পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি।

রাবার বাগানের মালিকেরা আরও জানান, পাহাড়ি সশস্ত্র অপহরণকারীরা সকল শ্রমিকের মুক্তির জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেছেন। আজ সকাল পর্যন্ত মুক্তিপণের টাকা চেয়ে একাধিকবার ফোন করা হয়েছে। শ্রমিকদের মোবাইল নম্বর থেকেই কল করেছেন অপহরণকারীরা।

একটি রাবার বাগানের মালিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কয়েক মাস আগে মুরুংঝিরির পার্শ্ববর্তী রাবার বাগানে চাঁদা দাবি করেছিলেন পাহাড়ি সন্ত্রাসীরা। বাগানের মালিকরা চাঁদা দাবির বিষয়টি জানিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

লামার সরই ইউনিয়নের বাসিন্দা জাকির বলেন, একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ লামায় বেশ কিছুদিন ধরে চাঁদাবাজি করে আসছে। তারাই অপহরণের সঙ্গে যুক্ত। কিছুদিন আগে স্থানীয় বাসিন্দারা ক্যাজুপাড়া বাজার এলাকা থেকে এই চক্রের এক সদস্যকে রিভলবারসহ আটক করে পুলিশে হস্তান্তর করেন। আটক ওই ব্যক্তি গত ১৫ জানুয়ারি সাতজন এবং এর আগে আরও তিনজন  শ্রমিকে অপহরণের কথা স্বীকার করেছেন।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, সশস্ত্র সন্ত্রাসীরা সবাই পাহাড়ি। অপহৃত ২৬ জনের মধ্যে একজন পালিয়ে আসতে সক্ষম হয় এখনও বাকি অপহৃত ২৫ জন শ্রমিককে উদ্ধার করতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত