চলতি ফেব্রুয়ারি মাসেই প্রাথমিকের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। গতকাল সোমবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার ড্রিম স্কয়ার রিসোর্টে ‘পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস’ শীর্ষক দুই দিনব্যাপী রিডিং কনফারেন্স উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, ‘ক্লাস থ্রি (তৃতীয় শ্রেণি) পর্যন্ত বইগুলোর ৮৫ ভাগের ওপরে মাঠপর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই নিয়ে আমরা বেশ পিছিয়েছিলাম। তবে এখন সেটা সে ক্ষেত্রেও ৮০ শতাংশের বেশি প্রান্তিক লেভেলে পৌঁছে দেওয়া গেছে। আমরা খুবই আশাবাদী চলতি মাসেই প্রাথমিকের সব বই পেয়ে যাবে শিক্ষার্থীরা।’
তিনি বলেন, আমরা প্রাইমারি শিক্ষার মান যাতে বাড়ে সেই চেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছি। কিন্ডারগার্টেনগুলোতেও যেন জাতীয় কারিকুলাম অনুসরণ করা হয়, সে বিষয়টিও খেয়াল রাখব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল হাকিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিক (নেপ)-এর পরিচালক জিয়া আহমেদ সুমন প্রমুখ।