জুলাই বিপ্লবে আহত ১৭৪ জনকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের এই স্মার্টকার্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার বিএসএমএমইউ’র কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন আহত ছাত্র-জনতার হাতে স্মার্টকার্ড তুলে দেন নির্বাচন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস এম হুমায়ুন কবীর।
এ সময় বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই-২০২৪ বিপ্লবে আহত মোট ১৭৪ জনকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিএসএমএমইউতে ৫০ জন, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ৪৩ জন, ঢাকা মেডিকেলে ১৩ জন, নিটোরে ৬৭ জন ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন।