বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু অধ্যায় শেষ হতে যাচ্ছে। জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক আগামী ২০ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠকে বসছেন। সেই বৈঠকে তার ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে।
দীর্ঘ এক দশক বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালনের পর বোর্ডের টেকনিক্যাল কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন নান্নু। এছাড়াও বিসিবির হেড অফ প্রোগ্রামস পদটি শূন্য হয়ে গেলে তিনি সেই কাজও সামলাচ্ছেন। তবে আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করায় তিনি তার বর্তমান দায়িত্বগুলো থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন।
নান্নুর বর্তমান চুক্তির মেয়াদ চলতি ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে। বিসিবি থেকে এখনও পর্যন্ত তাকে নতুন করে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। জাতীয় একটি ইংরেজি দৈনিকের সঙ্গে আলাপকালে নান্নু বলেছেন, ‘আমার চুক্তির মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। বিসিবি থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি। ২০ ফেব্রুয়ারি বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক আছে, সেখানেই পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে।’
এদিকে আসন্ন বিসিবি নির্বাচন নিয়ে মিনহাজুলের অবস্থান বেশ কৌতূহল সৃষ্টি করেছে। অক্টোবরে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার ব্যাপারে তিনি জানান, ‘যদি নির্বাচনে দাঁড়াই, তাহলে সেটি ভিন্ন বিষয় হবে।’
তার এই মন্তব্য বিসিবিতে তার ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনার জন্ম দিয়েছে। তবে ২০ ফেব্রুয়ারির বৈঠকের পরই তার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।