ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি অভিনীত ‘কাগজের বউ’ সিনেমাটি এসেছে ওটিটিতে। এ ছাড়া দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেয়েছে আরও কিছু সিনেমা। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি রোমান্টিক কমেডি সিনেমা ‘ধুম ধাম’। বিয়ের রাতে এক নব দম্পতির জীবনে ঘটে যাওয়া নানা ঘটনায় এগিয়ে গিয়েছে সিনেমার গল্প। চলতি সপ্তাহের ওটিটির সিরিজ-সিনেমার খোঁজ তুলে ধরছে গ্লিটজ।
বঙ্গতে পরীমণির ‘কাগজের বউ’
গেল বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল চয়নিকা চৌধুরীর সিনেমা ‘কাগজের বউ’। এতে জুটি বাঁধেন শামসুন্নাহার স্মৃতি পরীমণি ও ডি এ তায়েব। এক বছর এক মাস পর সেই সিনেমাটি এসেছে ওটিটিতে। ‘কাগজের বউ’ সিনেমার গল্প এগিয়েছে ধনী পরিবারের প্রাণবন্ত মেয়ে তিতলিকে নিয়ে। যে মেয়েটি জড়িয়ে গেছে প্রেম ও বন্ধুত্বের জালে। বিশ্বাস, ভালোবাসা ও পরিবারের প্রত্যাশার সঙ্গে ব্যক্তিগত পছন্দের দ্বন্দ্বের মতো বিষয়গুলোকে দেখানো হয়েছে এতে। তিনজন মানুষের সম্পর্কের টানাপোড়েনের গল্পও উঠে এসেছে। সিনেমায় আরও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আবুল হায়াত ও দিলারা জামান।
খায়রুল-তিশার ‘আসবে কি ফিরে?’
ভালোবাসা দিবসকে ঘিরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে প্রেম ও পরিণয়ের গল্পের ওয়েব ফিল্ম ‘আসবে কি ফিরে?’। সাগর জাহানের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা।
চিত্রনাট্যে অসুন্থ খায়রুল বাসারকে হঠাৎ করে বাসায় নিয়ে আসেন তানজিন তিশা। পাশাপাশি থাকতে থাকতে ভালোবাসায় জড়িয়ে পড়ে দুজন। কিন্তু তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় পরিবার। দুজনকে আলাদা করতে তিশার পরিবার বাসারকে পুলিশের হাতে তুলে দেয়। শেষ পর্যন্ত দুজনের প্রেমের পরিণতি কী সেই গল্পই দেখা যাবে এই সিনেমায়। শুক্রবার থেকে চলছে সিনেমাটি।
বঙ্গতে ‘নেক্সট ডোর নেইবার’
শনিবার থেকে বঙ্গ দেখাচ্ছে ‘নেক্সট ডোর নেইবার’। মাহমুদা সুলতানা রীমার পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন আইশা খান ও পার্থ শেখ। ‘নেক্সট ডোর নেইবার’ ওয়েব ফিল্ম তৈরি হয়েছে আদনান ও বিপাশার প্রেমের গল্পে। আদনান একজন এলোমেলো স্বভাবের একজন ব্যাচেলর। প্রতিবেশী বিপাশার সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব হয় তার। একদিন সদ্য ডিভোর্স হওয়া বিপাশা তার বাবা-মায়ের সামনে আদনানকে স্বামী হিসেবে অভিনয় করতে বলে। আদনানও রাজি হয়ে যায়। এভাবেই এগিয়ে যায় গল্প।
নেটফ্লিক্সে ‘ধুম ধাম’
শুক্রবার থেকে নেটফ্লিক্সে চলছে হিন্দি রোমান্টিক কমেডি সিনেমা ‘ধুম ধাম’। ইয়ামি গৌতম এবং প্রতীক গান্ধী অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন ঋষভ শেঠ। সিনেমার গল্পে দেখা গেছে, সদ্য বিবাহিত এক দম্পতি ফুলশয্যার রাতে একে অন্যের পাশে বসে আছেন। হঠাৎই দরজায় ধাক্কা দেয় এক অপরিচিত কেউ। তারপর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা। একের পর এক মানুষ ঢুকতে থাকে বাসরঘরে। তারপর কনের চরিত্রে অভিনয় করা ইয়ামি গৌতম বন্দুক হাতে আততায়ীর ওপর ঝাঁপিয়ে পড়েন স্বামীকে বাঁচানোর জন্য। স্ত্রীর হাতে বন্দুক দেখে রীতিমতো হতবাক হয়ে যান স্বামী। দুই বিপরীত স্বভাবের দুই মানুষের বিয়ের গল্প দেখানো হয়েছে এই সিনেমায়।