শিশুশিল্পী হিসেবে ভারতীয় বাংলা সিনেমায় পা রাখেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার ৬ বছর পরই নায়িকা হিসেবে পর্দা কাঁপান। কেবল তাই নয়, মাত্র ১৬ বছর বয়সে মা হন। সংসার ভেঙেছে, তারপরও অভিনয় ছাড়েননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। স্বাভাবিক কারণে তার এই জার্নি সহজ নয়। তবে শ্রাবন্তী স্বাভাবিকভাবেই দেখেন। তার ভাষায়, “আমি তো ভাগ্যবান যে অল্প বয়সে মা হয়ে । ” আমার ছেলের সঙ্গেই আমি বড় হয়েছি। শ্রাবন্তীর জীবনে সবকিছুই যেন অতি দ্রুত ঘটেছে। ফলে বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন এই অভিনেত্রী।
শ্রাবন্তীর তৃতীয় বিয়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ এখনো হয়নি। তবে অনেক বছর ধরে আলাদা থাকছেন তারা। নিজের তিন-চারটা বিয়ে নিয়ে সমাজের চোখ রাঙানিতে কিছু যায় আসে না বলে জানালেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন গোছানোর কথা ভাবছেন কিনা, জানতে চাইলে শ্রাবন্তী বলেন, ‘আপাতত সে রকম কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে করব কি না বলতে পারছি না। জীবন উপভোগ করছি।’
প্রেম তো করবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রেমে তো থাকিই, কিন্তু সমস্যাটা হচ্ছে ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সবাই। আমার একটু সময় লাগে সব কিছুতে। প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে। সে কিসে ভালো থাকবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তা না, তিন-চারটে বিয়ে, সমাজের কত চোখরাঙানি! আমার কিচ্ছু আসে-যায় না।’
নিজের ব্যক্তিগত জীবনের পাশাপাশি ছেলে ঝিনুকের প্রেম নিয়েও কথা বলেন শ্রাবন্তী। ঝিনুক তো প্রেম করছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। ওরা তো সেট্ল করবে। ঝিনুকের প্রথম প্রেম। এত বছরের প্রেম। আর ওর প্রেমিকা ওর থেকে বয়সে বড়, ফলে অনেক পরিণত। আমি তো ভীষণ খুশি। আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী (ঝিনুকের প্রেমিকা)। ও দামিনী আমার থেকে ১০ বছরের ছোট। বোনের মতো। আমাদের সম্পর্কের সমীকরণ খুব সুন্দর। আমরা তিনজন মিলে ঘুরতে যাই, খুব উপভোগ করি।’