শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নায়ককে ‘বাবু সোনা’ ডাকতে চান শ্রাবন্তী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

বিদেশে প্রেম করছেন টলিউড তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও জিতু কমল। গত বছর এমন খবরে বেশ শোরগোল পড়ে যায় টলিপাড়ায়। পরে জানা যায় পুরো ঘটনাই ছিল নতুন সিনেমার প্রমোশন স্টান্ট। যে সিনেমা নিয়ে এত হৈচৈ তার নাম ‘বাবু সোনা’। অভিনয়ে জিতু ও শ্রাবন্তী। পরিচালনায় অংশুমান প্রত্যুষ।

ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। বহুদিন পর এমন হাসির সিনেমা দেখতে পাবে বাঙালি দর্শক। গল্পে বাবু আর সোনা (শ্রাবন্তী) দুজন লন্ডনে থাকে। সেখানে তারা একটি শিশু কিডন্যাপ করে। এই ঘটনার জেরে আলাপ হয় বাবু এবং সোনার। গল্প বাঁক নেয় এখান থেকেই।

সিনেমার দুটি গান ইতোমধ্যে মুক্তি পেয়েছে। ৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘বাবু সোনা’র ট্রেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়িকা। সেখানেই শ্রাবন্তীর কাছে প্রশ্ন, বাবুসোনা নামটাই বড় আদরের। এই নাম দিতে হলে কাকে দিতেন? একগাল হেসে শ্রাবন্তী বললেন, ‘এখন তো জিতুকেই ডাকব’।

শ্রাবন্তীর কাছে আরও প্রশ্ন ছিল, সত্যিই যদি ইন্ডাস্ট্রি থেকে কোনও ব্যক্তিকে অপহরণ করার সুযোগ থাকত? অভিনেত্রীর উত্তর,‘যদি কিডন্যাপ করতেই হয় তাহলে হয়তো জিতদাকে করতে পারি!’

‘বাবু সোনা’র প্রযোজনায় এসকে মুভিজ। জিতু-শ্রাবন্তী ছাড়া অন্য চরিত্রে দেখা যাবে পায়েল সরকার, অ্যালেকজান্দ্রা টেলর, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য, সাগ্নিক চট্টোপাধ্যায়কেও।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত