মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আতলেতিকোর বিপক্ষে ম্যাচ হবে সমানে-সমান : আনচেলত্তি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম

এই মৌসুমে লা লিগায় হওয়া দুটি মাদ্রিদ ডার্বির একটিও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। এবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ফের দুবার খেলবে রিয়াল।

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির মতে চ্যাম্পিয়নস লিগে আতলেতিকোর বিপক্ষে ম্যাচ কঠিন হবে।

এবার লিগে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে আতলেতিকোর মাঠে ১-১ ড্র হয়। চলতি মাসে ফিরতি দেখায় সান্তিয়াগো বার্নাব্যুতে একই স্কোরলাইনে শেষ হয় দুই দলের লড়াই।

লা লিগায় রবিবার জিরোনার বিপক্ষে ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি কথা বলেছেন আতলেতিকোর বিপক্ষে ম্যাচ নিয়ে।

আনচেলত্তি বলেন, 'লড়াইটা কঠিন হবে, আতলেতিকোর বিপক্ষে সবসময়ই যেমনটা হয়। সমানে-সমান ম্যাচ হবে। আমাদের শেষ দুবারের দেখায় দুটি ড্র হয়েছে, এর অর্থ হলো দুটি দলের মান একইরকম।'

চ্যাম্পিয়নস লিগে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রিয়াল। ২০১৪ ও ২০১৬ সালের ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েই শিরোপা জিতেছিল লস ব্লাঙ্কোসরা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত