মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠেছে পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলের স্লোগান। শনিবার দিবাগত রাতে সরকারি ওই দপ্তরের প্রধান ফটকের ডিজিটাল স্ক্রিনে “২০৪০ সালের মধ্যে সন্ত্রাস নির্মূল করতে চাই” স্লোগানটি ভেসে উঠে। সিভিল সার্জন কার্যালয়ের ডিজিটাল স্ক্রিনের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
রবিবার সকাল থেকে ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠা ওই স্লোগানের ভিডিওটি ভাইরাল হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও জেলার সরকারি অফিসের ডিজিটাল স্ক্রিনে ওই স্লোগান ভেসে উঠায় সর্বত্র বইছে সমালোচনার ঝড়। সবার প্রশ্ন হচ্ছে নিষেধাজ্ঞার সত্ত্বেও এখনও কীভাবে এমন স্লোগান প্রচার হলো।
এ বিষয়ে ক্ষোভ জানিয়ে জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম বলেন, যারা ডিজিটাল স্ক্রিনে পতিত স্বৈরাচার সরকারের স্লোগানে প্রচার করছে, তারা ফ্যাসিস্টদের দোসর। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ ব্যাপারে জানতে চাইলে সিভিল সার্জন ডা. মো. মনজুরুল আলম সাংবাদিকদের বলেন, নৈশপ্রহরী রাতে ডিজিটাল স্ক্রিন চালু করে দিয়েছিল। এটা জেনে শুনে করা হয়নি।