রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

এরপরও বাবরকে কোহলির সঙ্গে তুলনা করবেন? – প্রশ্ন শোয়েবের

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৭ পিএম

নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু, এরপর গতকাল ভারতের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে প্রায় ছিটকেই গেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে যথারীতি শুরু হয়েছে সমালোচনা। পাকিস্তানের দলটিতে কোনো প্রতিভাই দেখছেন না সাবেক গতি তারকা শোয়েব আখতার। এমনকী বাবর আজমকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করাকেও তিনি কটাক্ষ করেছেন।

ভারত ম্যাচের পর একটি টিভি শোতে শোয়েব বলেন, ‘আপনি কি বাবরকে কোহলির সঙ্গে তুলনা করবেন? নাকি শ্রেয়স আইয়ারকে খুশদিলের সঙ্গে কিংবা রোহিত শর্মাকে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে? গত দশ বছর ধরে শুনছি এটা নাকি একটা প্রতিভাবান দল। কিন্তু প্রতিভা কোথায়? ব্যক্তিগত রান করে আর উইকেট নিয়ে একেকেজন তারকা হয়ে যাচ্ছে। আমি তো কোনো প্রতিভা দেখতে পাচ্ছি না।’

ফর্মহীন বাবর আজম ভারতের বিপক্ষে মাত্র ২৩ রান করে আউট হয়েছেন। অন্যদিকে বিরাট কোহলি অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। পাকিস্তানের একমাত্র ফিফটি করেছেন সৌদ শাকিল। শোয়েব আরও বলেন, ‘পাকিস্তানের পারফর্মেন্স রীতিমতো হতাশাজনক। তবে অবাক হচ্ছি না, কারণ এটাই প্রথম নয়। আমরা সবসময় উদ্দেশ্য নিয়ে কথা বলি, এখন মনে হচ্ছে তাদের দক্ষতাও নেই। তারা যথেষ্ট ভালো নয়।’

মোহাম্মদ রিজওয়ানের সমালোচনা করে শোয়েব বলেন, ‘বুদ্ধিহীন অধিনায়কত্ব! বাজে ম্যানেজম্যান্ট। এটা একদমই সাধারণ মানের একটি দল, মাঝেমধ্যে তারা গড়পড়তা পারফর্মেন্স দেখায়। খেলার ব্যাপারে তাদের কোনো সচেতনতা নেই।’

একই অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ দায়ী করেন টিম ম্যানেজম্যান্টকে, ‘প্রতিভা আছে কিন্তু কোনো পরিকল্পনা নেই। ইচ্ছাকৃতভাবেই তারা একজন মানসম্মত ওপেনার নেয়নি। ইচ্ছাকৃতভাবে একজন অতিরিক্ত স্পিনার নেওয়া হয়নি। স্বাগতিক দল হিসেবে এমন পরিস্থিতিতে গত ১০ বছর আমরা আধিপত্য দেখিয়েছি। দুবাইয়ে জিততে হলে কী করতে হবে- সেটা আমাদের জানা উচিত।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত