সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বান্দরবানে গাছের সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচির উদ্ধোধন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০০ পিএম

বান্দরবানে গাছের সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক এই কর্মসূচীর উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী ) সকালে বান্দরবান বন বিভাগের আয়োজনে জেলা সদরের থানচি বাস স্ট্যান্ড এলাকার বট গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচি শুরু হয়। আগামী ২৭ মার্চ শেষ হবে এই কর্মসূচি। 

এ সময় বান্দরবান পাপ্লউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্মা মো.তহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মো.আব্দুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এম শাহনেয়াজ, পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি বিভিন্ন দফতরের উর্দ্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত