বান্দরবানে গাছের সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক এই কর্মসূচীর উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী ) সকালে বান্দরবান বন বিভাগের আয়োজনে জেলা সদরের থানচি বাস স্ট্যান্ড এলাকার বট গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচি শুরু হয়। আগামী ২৭ মার্চ শেষ হবে এই কর্মসূচি।
এ সময় বান্দরবান পাপ্লউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্মা মো.তহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মো.আব্দুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এম শাহনেয়াজ, পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি বিভিন্ন দফতরের উর্দ্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।