সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

শনিবার থেকে চিকিৎসকদের কর্মবিরতিতে যাওয়ার আহ্বান 

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ এএম

আগামী ১ মার্চ শনিবার থেকে দেশের সব চিকিৎসকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে ‘ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস’। ৫ দফা দাবিতে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়ায় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে এই কর্মবিরতির আহ্বান জানায় সংগঠনটি।

এর আগে গত মঙ্গলবার দাবি পূরণে নেওয়া উদ্যোগের অগ্রগতি দেখতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন চিকিৎসক ও শিক্ষার্থীরা। কিন্তু দাবি পূরণের কোনো উদ্যোগই শুরু না হওয়ায় বৃহস্পতিবার রাতে এক বিক্ষপ্তিতে এই আহ্বান জানানো হয়। 

সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কেন্দ্রীয় ঘোষণার তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ঘোষণায় বলা হয়, স্বাস্থ্যখাতের মুক্তির ৫ দফা আদায়ে সারাদেশে মেডিকেল শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। আমরা হতাশার সাথে লক্ষ্য করছি, বার বার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ দৃশ্যমান নয়।

ঘোষণায় বলা হয়, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এই মর্মে আহ্বান করছে— মেডিকেল শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতির সাথে একাত্মতা পোষণ করে সব সরকারি এবং বেসরকারি চিকিৎসক (বিএমডিসি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সব ডাক্তার) ১ মার্চ শনিবার থেকে ৫ দফার যৌক্তিক উপসংহারে না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতি পালন করবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত