জামালপুর জেনারেল হাসপাতালের আবু হাসনাত মোস্তফা জামান নামে এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৮ জুন) সকালে জেনারেল সহকারী পরিচালক ডা মাহফুজুর রহমান সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত চিকিৎসক আবু হাসনাত মোস্তফা জামান জামালপুর মেডিকেল কলেজের অর্থো সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন। ২০২৫ সালে এ জেলায় তিনিই করোনায় আক্রান্ত প্রথম রোগী বলে জানা গেছে।
প্রসাশনিক কর্মকর্তার কার্যালয় জানায়, জ্বর ও ঠান্ডা কাশি নিয়ে হাসপাতালে আসা রোগীদের কয়েকজনের করোনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় ১২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর পরই জানা গেছে সহকারি অধ্যাপক ডা আবু হাসনাত মোস্তফা জামান আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
এ বিষয়ে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা মাহফুজুর রহমান সোহান বলেন, করোনা মোকাবিলায় আমরা প্রস্তুত। তবে মানুষকে জনসমাগম এড়িয়ে চলা ও মাস্ক ব্যবহার করার কথা বলা হচ্ছে।