কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ পরিবারের নামে প্রতিষ্ঠিত বিভিন্ন আবাসিক হল ও স্থাপনার নাম পরিবর্তন করা করে পরিপত্র জারি করেছে কর্তৃপক্ষ।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংয্গো বিভাগের পরিচালক ড. আমানুর আমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে।’
ড. আমানুর আমান জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রেরিত পত্র মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা স্থাপনা-প্রতিষ্ঠানের নাম গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৭তম (সাধারণ) সভার ৬ নম্বর প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করা হল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জুলাই’, ৩৬ হল, শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ আনাছ হল’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শাহ আজিজুর রহমান হল’, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল’ এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন এখন থেকে ‘ইবনে সিনা বিজ্ঞান ভবন’ নামে পরিচিত হবে।
এর আগে, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা ও তার পরিবারের নামে সকল ধরনের স্থাপনার নাম পরিবর্তনের জন্য ২৩টি নামের প্রস্তাবনা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল। একই দাবী নিয়ে গত ৫ ও ২০ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিল করে।