বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

রাফিনহার গোলে জয় পেল ১০ জনের বার্সেলোনা

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১০:৩৭ এএম

বেনফিকার মাঠে মরণপণ লড়াই। ১০ জনের বার্সেলোনাকে পেয়ে আক্রমণে আক্রমণে ব্যতিব্যস্ত করে ফেলেছিল স্বাগতিকরা। তবে গোল আদায় করতে পারেনি। শেষ পর্যন্ত রাফিনহার একমাত্র গোলই গড়ে দিল ব্যবধান। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রাফিনহার এটি ২৫তম গোল।

বুধবার রাতে চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলার প্রথম লেগের ম্যাচটির প্রায় ৫২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ২৬টি শট নেয় বেনফিকা। এর ৮টি ছিল লক্ষ‍্যে। অন‍্যদিকে বার্সেলোনার ১০ শটের পাঁচটি ছিল লক্ষ‍্যে। ২২তম মিনিটে ভানজেলিস পাভলিদিসকে ঠেকাতে গিয়ে ফাউল করে বসেন বার্সার তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি। লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬১তম মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। ৬১তম মিনিটে বেনফিকার আন্তোনিও সিলভার একটি দুর্বল ব‍্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। একের পর এক আক্রমণ করে গেলেও বার্সার রক্ষণের দেয়াল ভাঙতে পারছিল না বেনফিকা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। আগামী মঙ্গলবার ন্যু ক্যাম্পে হবে ফিরতি লেগ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত