মাদক সেবন দেখে ফেলায় যশোরে শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে শহরের বকচরে এ ঘটনা ঘটেছে। আহত শহিদুলকে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করেছেন চিকিৎসক।
তার স্ত্রী হাসনা বেগম জানান, শহিদুল পেশায় কৃষক। রাত ৯টার দিকে তিনি বকচরের নয়ন প্লাস্টিক কারখানার পেছন দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় স্থানীয় সাদ্দাম ও শাহ জামালসহ ৪/৫ জন সেখানে মাদক সেবন করছিলেন। তাদের দিকে চোখ পড়তেই তারা তাকে ধরে বেদম মারধর করেন। একপর্যায়ে হাতের আঙুল দিয়ে তার দুই চোখ উপড়ে দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী জানান, শহিদুল ইসলামকে রাত ৯টা ১৭ মিনিটে হাসপাতালে আনা হয়। দুই চোখ উৎপাটন করায় তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। পরিবারের লোকেরা রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, সন্ত্রাসীরা শহিদুল ইসলামের দুই চোখ উপড়ে দেওয়ার খবর পেয়ে পুলিশ হাসপাতাল ঘটনাস্থলে যায়। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।