বাংলাদেশি বংশোদ্ভূত অভিনেতা আহাসান উদ্দিন এবার জায়গা করে নিয়েছেন ফরাসি সিনেমায়। বহুল প্রতীক্ষিত কমেডি-অ্যাডভেঞ্চার ফিল্ম ডেলোকালিস-এ তিনি অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি ১২ মার্চ ফ্রান্সে মুক্তি পেতে যাচ্ছে।সিনেমাটি নির্মাণ করেছেন আলি বুগেরাবা ও রেদোয়ান বুগেরাবা। এতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় ফরাসি অভিনেতা রেদোয়ান বুগেরাবা, ভানেসা গুইদে এবং অ্যান্টোইন গুই।
‘ডেলোকালিসés’ সিনেমার গল্প একদল ফরাসি নাগরিকের ভারত সফর ঘিরে, যেখানে তারা নানা ধরনের সাংস্কৃতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কৌতুক ও আবেগের মিশেলে তৈরি এই সিনেমায় আহাসান উদ্দিন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, যা তার ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সিনেমায় অভিনয় নিয়ে উচ্ছ্বসিত আহাসান উদ্দিন বলেন, ‘একজন বাংলাদেশি হিসেবে ফরাসি সিনেমায় কাজ করতে পারা সত্যিই সম্মানের। আমার চরিত্রটি খুবই মজার ও চ্যালেঞ্জিং ছিল। আশা করি, দর্শকরা এটি উপভোগ করবেন। ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পাবে।’
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এটি কমেডি ও সংস্কৃতির মিশেলে দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে।
ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি দর্শক কাউছার মোল্লা বলেন, ‘এই ফিল্মে একজন বাংলাদেশি অভিনয় করেছেন শুনে আমি খুবই আপ্লুত। ফ্রান্সের সাংস্কৃতিক অঙ্গনে, বিশেষ করে থিয়েটার ও ফিল্মে, একজন বাংলাদেশিকে দেখা গর্বের বিষয়।’
ফরাসি থিয়েটারে সক্রিয় বাংলাদেশি নাট্যব্যক্তিত্ব সোয়েব আহমদ জানান, আমি নিজেও ফরাসি থিয়েটারে বিভিন্ন চরিত্রে অভিনয় করি। এই সেক্টরে বাংলাদেশি শিল্পীদের আরও কাজ করা উচিত। আহাসান উদ্দিনের সাফল্য নতুনদের অনুপ্রেরণা দেবে। আহাসান উদ্দিনের মতো অভিনেতারা আন্তর্জাতিক সিনেমায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, যা ভবিষ্যতে আরও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।