সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন ভারত

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:২৩ এএম

চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন ভারত। দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে তারা। ২৫২ রানের লক্ষ্য ৬ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে রোহিত শর্মার দল। জয়সূচক রানটি আসে লোকেশ রাহুলের ব্যাট থেকে, যিনি ৩৪ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

ম্যাচের শেষ মুহূর্তে জয়সূচক রান আসতেই দুবাইয়ের স্টেডিয়াম যেন রূপ নেয় নীল সমুদ্রে। ভারতীয় সমর্থকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে গ্যালারি, মাঠে বাঁধভাঙা আনন্দে মেতে ওঠেন ক্রিকেটাররা।

জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বলেন, "আইসিসি ট্রফি জেতা সব সময়ই আনন্দের। ২০১৭ সালে খুব কাছে গিয়ে পারিনি। এবার পারলাম, দারুণ তৃপ্ত লাগছে।"

চ্যাম্পিয়ন দলে হঠাৎ ডাক পাওয়া স্পিনার বরুণ চক্রবর্তীর অনুভূতি আরও আবেগঘন, "আমি সত্যিই ভাবিনি যে এমন কিছু হবে। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো!"

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির কণ্ঠে ঝরে পড়ে গর্বের সুর, 'এই অনুভূতি অসাধারণ। অস্ট্রেলিয়ায় কঠিন সফরের পর আমরা ঘুরে দাঁড়াতে চাচ্ছিলাম। তরুণরা এগিয়ে এসেছে, ভারতকে সঠিক পথে নিয়ে যাচ্ছে—এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার।'

জয়ের প্রতিক্রিয়ায় হার্দিক পান্ডিয়া বলেন, ‘আইসিসি ট্রফি জেতা সব সময় আনন্দময়। ২০১৭ সালে খুব কাছে গিয়ে পারিনি। এখানে এসে পারলাম। আমি দারুণ তৃপ্ত।’

স্পিনার বরুণ চক্রবর্তী বলেন, ‘হঠাৎ করেই দলে এসেছি। আমি আশা করিনি যে এমন কিছু হবে। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’

ফাইনালে ৮৩ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, যিনি ব্যাট হাতে ২৬৩ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩ উইকেট।

ম্যাচসেরা হয়ে রোহিত বলেন, 'আমরা পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ক্রিকেট খেলেছি। শিরোপাটা আমাদের হাতে উঠেছে, এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার।'

রাচিন রবীন্দ্রের প্রতিক্রিয়া যেন বিজয়ীর হাসি আর পরাজিতের বেদনার মিশেলে, 'অম্ল-মধুর অভিজ্ঞতা। ফাইনালটা দুর্দান্ত ছিল!'

দুবাইয়ের রাতে ট্রফি হাতে ভারতীয় ক্রিকেটারদের হাসিমুখই বলে দিচ্ছে, দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এই শিরোপার মূল্য তাদের কাছে কতটা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত