মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আরবদের প্রস্তাবে ইউরোপের সমর্থন

আপডেট : ১০ মার্চ ২০২৫, ১২:৫১ এএম

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনে মিসরের উত্থাপিত প্রস্তাবকে সমর্থন দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। শনিবার সৌদি আরবের জেদ্দায় ওআইসির এক জরুরি বৈঠকে এই প্রস্তাব গ্রহণ করা হয়। ট্রাম্পের গাজা দখল পরিকল্পনা সামনে আসার পরই গত মাসে এই জরুরি বৈঠকের ঘোষণা দেয় ওআইসি। বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে আঞ্চলিক উদ্যোগকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, একই দিনে ইউরোপের চারটি দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য আরব লিগের এ পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে। চারটি দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, এ পরিকল্পনা গাজার পুনর্গঠনে একটি বাস্তবসম্মত সমাধান দিচ্ছে। এটি কার্যকর হলে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের জীবনমানের উন্নতি হবে।  ইসরায়েলের ১৫ মাসের সামরিক আগ্রাসনের কারণে গাজা এখন কার্যত ধ্বংসস্তূপ। গত মাসে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে এক যুদ্ধবিরতির অংশ হিসেবে সেই ধ্বংসস্তূপের মধ্যেই ফিরছেন ফিলিস্তিনিরা। নিজেদের মাতৃভূমিকে নতুন করে গড়ার স্বপ্ন দেখছেন তারা। কিন্তু ফিলিস্তিনিদের সেই স্বপ্নপূরণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। অধিকৃত গাজাকে এবার পুরোপুরি দখলের পাঁয়তারা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে উপত্যকাটিকে মধ্যপ্রাচ্যের পর্যটন বান্ধব শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। তবে ট্রাম্পের এই প্রস্তাব নাকচ করে দিয়ে কড়া প্রতিক্রিয়া জানায় আরব উপসাগরীয় দেশগুলো। ট্রাম্পের এই পরিকল্পনার বিপরীতে গাজার পুনর্গঠন নিয়ে বিকল্প প্রস্তাবনা সামনে আনে মিসর। সেই প্রস্তাবটিই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে ৫৭ সদস্যের ওআইসির বৈঠকে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ওআইসি গাজার দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে। মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী এই সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক তহবিল সংস্থাগুলোকে দ্রুত এ পরিকল্পনার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছে।

এদিকে যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে কাতারের রাজধানী দোহায় একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। হামাসের শীর্ষ নেতা মাহমুদ মারদাউয়ি জানিয়েছেন, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে আগ্রহী নয়। হামাসের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আগের চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তী ধাপে যেতে চায় সংগঠনটি।

 ওআইসির গাজা পুনর্গঠন প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্রসহ বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করছেন তারা। মিসরীয় এই কূটনীতিক আরও বলেন, পরবর্তী পদক্ষেপ হলো আন্তর্জাতিক অন্য পক্ষগুলোর কাছ থেকে সমর্থন আদায়ের মাধ্যমে একে একটি আন্তর্জাতিক পরিকল্পনায় পরিণত করা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত