মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ক্ষোভে উত্তাল দেশ

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৩৮ এএম

মাগুরায় শিশু ধর্ষণকাণ্ডে উত্তাল দেশ। নারী নিপীড়কদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সরব হয়েছেন শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছর বয়সী শিশুটি ধর্ষণের শিকার হওয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ে একের পর এক ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগের দুদিনের ধারাবাহিকতায় গতকাল শনিবারও বিক্ষোভ, সমাবেশ ও মহাসড়ক অবরোধসহ প্রতিবাদী নানা কর্মসূচি পালিত হয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বহু জায়গায়। এমন পরিস্থিতিতে নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

তবে দেশ জুড়ে ধর্ষণবিরোধী নানা কর্মসূচিতে উত্তাল পরিস্থিতির মধ্যেও গতকাল দেশের কয়েকটি জায়গা থেকে নারী-শিশু ধর্ষণের একাধিক অভিযোগ পাওয়া গেছে।

নারী অধিকারকর্মী ও মানবাধিকারকর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরে দেশে ধর্ষণ সামাজিক ব্যাধির মতো হয়ে উঠেছে। বিভিন্ন সংস্থার হিসাবে দেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিপরীতে ধর্ষণে জড়িত আসামিদের বিচারে ধীরগতি রয়েছে। বিদ্যমান নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (১) ধারায় ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এছাড়া ধর্ষণের শিকার কোনো নারীর মৃত্যু হলে ৯ (২) ধারা অনুযায়ী বিচারে অভিযোগ প্রমাণিত হলে আসামিদের মৃত্যুদণ্ডের সাজা হয়। অন্যদিকে আইনে ধর্ষণের ঘটনার তদন্তের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হলে ১৫ দিনের মধ্যে এবং গ্রেপ্তার না হলে ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধান রয়েছে। এ সময়ের মধ্যে সম্ভব না হলে আরও ৩০ কার্যদিবস সময় পান তদন্ত কর্মকর্তা। তবে, বেশিরভাগ মামলার ক্ষেত্রে সেটি হয় না। এছাড়া অভিযোগ গঠন সাপেক্ষে ১৮০ দিনের (ছয় মাস) মধ্যে বিচারের নিয়ম থাকলেও সেটি হয়ে ওঠে না। এমন প্রেক্ষাপটে আইনটি সংশোধনের কথা বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। গতকাল সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে বিদ্যমান আইন পরিবর্তন করে তদন্তের সময় ১৫ দিন করা হচ্ছে। আর  ধর্ষণের মামলায় ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে। অংশীজনদের সঙ্গে কিছু পরামর্শ করে বিষয়টি চূড়ান্ত করা হবে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ধর্ষণের ঘটনায় জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। একই সঙ্গে দেশে এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন তিনি। সবশেষ ২০২০ সালে জনদাবির মুখে নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করা হয়।

গত বৃহস্পতিবার ভোরে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আট বছরের কন্যাশিশু। হত্যার চেষ্টাও করা হয়। প্রথমে তাকে ভর্তি করা হয় মাগুরা সদর হাসপাতালে। পরে মুমূর্ষু অবস্থায় ওইদিন সন্ধ্যায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরদিন রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে গত শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। চিকিৎসকেরা বলছেন, নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন রয়েছে। এ ঘটনায় হওয়া মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখ (৪৫), শাশুড়ি জাহিদা বেগম (৪০), বড় বোনের স্বামী সজীব শেখ (১৯) ও ভাসুর রাতুল শেখ (২৫)।

বুকে জমে থাকা অতিরিক্ত বাতাস বের করতে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির বুকে অস্ত্রোপচার করে টিউব বসানো হয়েছে। অস্ত্রোপচারের পর খিঁচুনি শুরু হলেও পরে তা কমে যায়। গতকাল রাত ১০টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শিশুটি অচেতন ছিল। তার রক্তে ইনফেকশনের মাত্রা অনেক বেশি। সব মিলিয়ে অবস্থা সংকটাপন্ন। তবে তাকে সুস্থ করার জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

গতকাল সকালে শিশুটিকে দেখতে সিএমএইচে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্র্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে।

সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, ‘এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে, সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি। নারীরা নির্ভয়ে, নির্বিঘ্নে ঘরে-বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

মাগুরা প্রতিনিধি জানান, ধর্ষণের শিকার আট বছরের শিশুটির পরিবারকে আইনি সহযোগিতা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে মাগুরায় আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা হলেন, শাহেদ হাসান টগর, মোহাম্মদ রুকুনুজ্জামান খান, কুমুদ রঞ্জন বিশ্বাস, এম এ রশিদ ও মিজানুর রহমান মিজান।

শিশুটির ওপর নির্যাতনের এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে মাগুরা জেলা শহর। গতকাল এই ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্র-জনতা মিছিল নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে যায়। তারা প্রকাশ্যে ধর্ষণের বিচার দাবি করেন। দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন। ঘটনাস্থলে সেনাসদস্যরা গিয়ে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। ধর্ষণের এ ঘটনায় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। গতকাল দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়েছে। তবে গ্রেপ্তার আসামিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আদালতে হাজির করতে পারেনি পুলিশ। এ কারণে রিমান্ড শুনানিও হয়নি।

পুলিশ বলছে, আদালতের মূল ফটকে বিক্ষোভকারীরা অবরোধ করে রাখায় আসামিদের আদালতে হাজির করার ঝুঁকি নেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আর গতকাল দুপুরে মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটি জরুরি সভা ডেকে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী আদালতে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, সড়ক অবরোধ : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করছেন। নারী ও শিশুদের ওপর নির্যাতন ও ধর্ষণের বিচার চেয়ে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন। তারা  নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়ে ধর্ষকের সর্বোচ্চ সাজার দাবি জানান।

রাবি প্রতিনিধি জানান, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গতকাল দ্বিতীয় দিনের মতো বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। 

ইবি প্রতিনিধি জানান, একই দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। জাবি প্রতিনিধি জানান, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এবং ধর্ষকদের সর্বোচ্চ সাজার দাবিতে প্রতিবাদ সমাবেশ,  মৌন মিছিল ও মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক নেটওয়ার্কসহ বিভিন্ন  বিভাগের  শিক্ষক-শিক্ষার্থীরা।

ত্রিশাল প্রতিনিধি জানান, ৮ বছরের শিশুসহ সারাদেশে বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শনিবার মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কুবি প্রতিনিধি জানান, নারীর প্রতি সহিংসতা, খুন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গতকাল বিক্ষোভ-সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মেহেরপুর প্রতিনিধি জানান, ধর্ষকের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। বেলা তিনটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারী ও শিশুর ওপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা।

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ধর্ষণের প্রতিবাদ ও অপরাধীদের বিচারের দাবিদে টাঙ্গাইলের ঘাটাইলে নিপীড়নবিরোধী সচেতন ছাত্র সমাজের ব্যানারে মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

এনসিপির বার্তা : নারী নিপীড়ন নিয়ে দেশের জনগণের প্রতি বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নারীদের হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি। গতকাল সন্ধ্যায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এ আহ্বান জানান। দলটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

তিন দাবি ঢাকা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের : ধর্ষণের ঘটনার বিচার সাত দিনের মধ্যে সম্পন্ন ও প্রমাণিত দোষী ব্যক্তির মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকরসহ তিনটি দাবি জানিয়েছে ঢাকা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ ছাড়া নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর আইন করার দাবি জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। মিছিলে অনেকেই মশাল হাতে অংশ নেন।

প্রকাশ্যে শাস্তি চায় হেফাজতে ইসলাম : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

থেমে নেই ধর্ষণ-নিপীড়ন : ঢামেক প্রতিনিধি জানান, ঢাকার অদূরে কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার এ ঘটনা ঘটে। দুই আসামি হলেন মো. আশরাফুল ও দীপ সরকার। দুজনেই অটোরিকশা চালান।

নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীতে ২৩ বছর বয়সী গর্ভবতী এক নারীকে তিন দিন আটকে রেখে দল বেঁধে ধর্ষণের অভিযোগে ইকবাল এবং ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ওই নারী বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন। আর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুর বাবা বাদী হয়ে নরসিংদী সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

সাভার (ঢাকা) প্রতিনিধি জানান, সাভারে এইচএসসি পড়ুয়া এক তরুণীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে আয়াতুস সিয়াম (২৫) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে এ তথ্য জানান সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হটলাইন : ধর্ষণ ও নির্যাতনের ঘটনার অভিযোগ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি হটলাইন খুলবে। একই সঙ্গে ধর্ষণের মামলা তদারকের জন্য আইন মন্ত্রণালয়ের অধীনে একটি সেল খোলা হবে। ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে দ্রুত একটি আলাদা হটলাইন খোলা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি হবে টোল ফ্রি। হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে। এটি তদারকির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ডেডিকেটেড সেল থাকবে। একই সঙ্গে ধর্ষণের মামলাগুলো তদারক করার জন্য আইন মন্ত্রণালয়ে একটি আলাদা সেল থাকবে। যেখানে মামলাগুলো নিষ্পত্তিতে অযথা কালক্ষেপণ যেন না করা হয়, সেটি দেখা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত