ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান তাকে আওয়ামী লীগ সরকারের সময় ১৫ মাস গুম করে রাখার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন। অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। গতকাল রবিবার মারুফ জামান ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এ অভিযোগ জমা দেন।
মারুফ জামান সাংবাদিকদের বলেন, তিনি একসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। তাকে ভারতবিরোধিতার কারণে ২০১৭ সালে ডিজিএফআই ধরে নিয়ে ১৫ মাস ‘আয়নাঘরে’ গুম করে রেখেছিল। তিনি আরও বলেন, ‘সেই আয়নাঘরের ৪০ ভাগ এখন ধ্বংস করে ফেলা হয়েছে। এখন যা দেখানো হচ্ছে সে রকম ছিল না।