মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

পেটে ব্যথা হলে অবহেলা নয়

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৫০ এএম

অনেকেই পেটের ব্যথাকে অবহেলা করে এর কোনো চিকিৎসা নিতে চান না। কিন্তু মনে রাখতে হবে, যদি পেটের ব্যথা মাঝে মাঝে বেড়ে যায় তা কোনো রোগের উপস্থিতির জানান দেয়।

কারণ ও ধরন : পেটব্যথার আছে নানা কারণ ও ধরন। কোনো ব্যথা শুরু হয় হঠাৎ। কোনো ব্যথা আছে দীর্ঘদিন ধরে। কোনো রোগে আবার ব্যথা থেকে থেকে আসে, মাঝখানে ভালো থাকে। পেট থেকে ব্যথা অন্য কোনো দিকে ছড়িয়ে পড়ছে কি না, সেটিও বিবেচ্য। ব্যথার সঙ্গে আনুষঙ্গিক নানান উপসর্গ থেকেও ব্যথার কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। কী করলে ব্যথা কমে কিংবা কী করলে ব্যথা বাড়ে, সেটি থেকেও ব্যথার উৎস সম্পর্কে ধারণা করা যায়। এই যেমন পাকস্থলীর আলসার অর্থাৎ, গ্যাস্ট্রিক আলসারের ব্যথা বাড়ে খাবার খাওয়ার পর, অন্যদিকে পাকস্থলীর পরের অংশ অর্থাৎ ডিওডেনামে আলসার হলে খাবার খাওয়ার পর রোগী আরাম বোধ করেন।

পেটের ওপরের দিকে ব্যথার অন্যতম কারণ অ্যাসিডিটি কিংবা আলসার। পাকস্থলীর প্রদাহ, পিত্তথলির প্রদাহ কিংবা পিত্তথলির পাথরের কারণে ব্যথা হলে সেটিও অনেক ক্ষেত্রে অ্যাসিডিটির ব্যথার মতো মনে হতে পারে। অগ্ন্যাশয় এবং প্লীহায় কোনো সমস্যা হয়ে থাকলে সেটির কারণেও ব্যথা হতে পারে পেটের ওপরের অংশে।

তবে সব ক্ষেত্রেই যে পেটের কোনো রোগের কারণে ওপরের পেটে ব্যথা হয়, এমন নয়। হৃদপিন্ডে রক্তসঞ্চালন কম হওয়ার মতো মারাত্মক সমস্যায় যেমন বুকে তীব্র ব্যথা হতে পারে, তেমনি ব্যথা হতে পারে ওপরের পেটেও। তাই ওপরের পেটে ব্যথা হলে খেয়াল রাখুন আনুষঙ্গিক উপসর্গও।

কখন জরুরি মনে করবেন : যদি কাঁধ, ঘাড়, কোমর, বাহু, চোয়াল বা দাঁতের দিকে ব্যথা ছড়িয়ে পড়ে, তাহলে হাসপাতালে যেতে দেরি করবেন না। যে মুহূর্তে ব্যথা হচ্ছে, সেই মুহূর্তে শ্বাসকষ্ট, বমিভাব বা বমি, ঘাম কিংবা মাথা হাল্কা অনুভব করার মতো উপসর্গ দেখা দিলে অবশ্যই জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন।

এ ছাড়াও জ্বর, শ্বাস-প্রশ্বাসের সময় পেটব্যথা, পেট স্পর্শ করলে ব্যথা অনুভব করা, অত্যধিক ক্ষুধামান্দ্য, অস্বাভাবিক ক্লান্তি, ওজন কমে যাওয়া, পায়খানার রঙ কালচে হলে দ্রুতই ডাক্তারের কাছে যাবেন। পেট ব্যথা অনেক সময় কলোরেক্টাল ক্যানসার হলেও হতে পারে। যদি মনে হয়, পরিপাকের বা মলাশয়ের গ-গোলের কারণে এমনটি হয়েছে তাহলে কলোরেক্টাল চিকিৎসকের কাছে যেতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত