বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বরিশালে যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৫৫ এএম

বরিশাল নগরীর কাউনিয়ায় যুবদল নেতা সুরুজ গাজী হত্যা মামলার প্রধান আসামি শাহীন সরদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার গভীর রাতে রাজধানীর মাদারটেক কাঁচাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩ ও ৮-এর যৌথ দল।

গতকাল রবিবার দুপুরে বরিশাল নগরীতে র‌্যাব-৮-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিডিয়া অফিসার অমিত হাসান।

গ্রেপ্তার আসামি হলেন শাহীন সরদার। তিনি বরিশাল নগরীর কাউনিয়ার গাউয়াসার এলাকার মৃত দেলোয়ার সরদারের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা। র‌্যাব-৮-এর মিডিয়া অফিসার অমিত হাসান বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত