মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বার্সার পাশে রিয়াল

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:১৬ এএম

চার মিনিটের মধ্যে দুই গোল করার পরই যেন খেই হারিয়ে ফেলল রিয়াল মাদ্রিদ। সুযোগে মরিয়া হয়ে আক্রমণ শুরু করল রায়ো ভায়োকানো। তবে শেষ পর্যন্ত লা লিগা ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ২-১ গোলে হারিয়েছে ভায়োকানোকে। এই জয়ে রিয়াল মাদ্রিদ পাশে বসেছে বার্সেলোনার। রিয়ালের ২৭ ম্যাচে পয়েন্ট ৫৭। বার্সা এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্টে আছে শীর্ষে। পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শীর্ষে কাতালানরা।

ম্যাচের ৩০ মিনিটে দারুণ গতিতে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। লা লিগায় অভিষেক মৌসুমে তার গোল হলো ১৮টি। তার চেয়ে তিনটি বেশি নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনার রবার্ট লেভানডফস্কি। চার মিনিট পর একক নৈপুণ্যে দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস। প্রথমার্ধের যোগ করা সময়ে ভায়োকানোর দিয়াসের বুলেট গতির শট ক্রসবারে লেগে গোললাইনের ভেতরে পড়ে বেরিয়ে আসে। ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।

১০ ম্যাচ পর বায়ার্নের হার : পয়েন্ট তালিকার নিচের দিকের দলের বিপক্ষে শুরুটা দারুণ করে বায়ার্ন মিউনিখ। রাফায়েল গেরেইরোর জোড়া গোলে এগিয়েও যায়। তবে জোয়াও পালিনহা লাল কার্ড পাওয়ার পর পথ হারায় বাভারিয়ানরা। তাদের স্তব্ধ করে স্মরণীয় এক জয় তুলে নেয় বখুম। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বুন্দেসলিগায় বখুম ৩-২ গোলে হারিয়েছে বায়ার্নকে। বখুমের হয়ে গোল তিনটি করেন জাকোভ মেদিচ, ইব্রাহিমা সিসোকো, মাতুস বেরো। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ পর হারল বায়ার্ন। ম্যাচ হারলেও লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে ভালোভাবেই এগিয়ে আছে বায়ার্ন। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৬১, দ্বিতীয় স্থানে থাকা লেভারকুজেন থেকে এগিয়ে ৯ পয়েন্টে। লেভারকুজেন হেরেছে ব্রেমেনের বিপক্ষে।

সালাহর মাইলফলক : দারুণ এক জয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল লিভারপুল। মোহাম্মদ সালাহর মাইলফলক গড়া জোড়া গোলে সাউদাম্পটনের বিপক্ষে লিভারপুল জিতেছে ৩-১ ব্যবধানে। 

ম্যাচের ৫১ মিনিটে লুইস দিয়াজের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান ডারউইন নুনেজ। তিন মিনিট পর পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। এটি চলতি মৌসুমে সালাহর ৪১ ম্যাচে ৩১তম গোল। লিভারপুলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নম্বরে উঠে এলেন সালাহ। গর্ডন হজসনের ২৪১ গোল ছাড়িয়ে সালাহর গোল এখন ২৪২। এখন মিসরীয় তারকার ওপরে আছেন রজার হান্ট (২৮৫) ও ইয়ান রাশ (৩৪৬)। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে সালাহ আদায় করে নেন আরও একটি গোল। এই গোলে আরও একটি মাইলফলকে নাম লেখান সালাহ। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলে সালাহ এখন ছুঁয়ে ফেলেছেন পঞ্চম স্থানে থাকা সার্জিও আগুয়েরেকে (১৮৪ গোল)। এককভাবে জায়গাটি নিজের করে নেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।

ঘরের মাঠে পাওয়া এই জয়ের পর লিভারপুলের পয়েন্ট এখন ২৯ ম্যাচে ৭০।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত