রবিবার রাতে ঢাকায় পৌঁছেছেন হুয়ান লেসকানো। ৩২ বছর বয়সী এ আর্জেন্টাইন স্ট্রাইকার বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনে থাকা বসুন্ধরা কিংসের গোল খরা কাটানোর দায়িত্ব নিতে এসেছেন। ফরাসী স্ট্রাইকার জারেদ খাসাকে বিদায় দিয়ে শেষ পাঁচবারের লিগজয়ীরা মধ্যবর্তী দলবদলে উড়িয়ে এনেছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ বয়সভিত্তিক দলে খেলা লেসকানোকে।
ঢাকায় পা রেখেই নতুন দলকে সাফল্য এনে দেওয়ার কথা বলেছেন সর্বশেষ চীনের শীর্ষ লিগে খেলা এ নাম্বার নাইন।
সোমবার রাতে বসুন্ধরা কিংস অ্যারেনায় রুমানিয়ান কোচের সঙ্গে সাক্ষাত হয়েছে লেসকানোর। তার আগে সকালে বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানের সঙ্গে হয় সৌজন্য সাক্ষাত। সেখানে তার হাতে তুলে দেওয়া চুক্তিপত্র। আপাতত বাকি মৌসুমের জন্য নেওয়া হলেও পারফরম্যান্স বিচার করে পরবর্তীতে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে কিংস।
ক্লাব সভাপতির সঙ্গে সাক্ষাতের পর ছোট করে ঢাকায় খেলতে আসার লক্ষ্যের কথা জানিয়েছেন লেসকানো, 'উষ্ণ অভ্যর্থনার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আশা করি সবাই মিলে ক্লাবকে অনেক অনেক শিরোপা জেতাতে পারবো।'
মৌসুমের শুরুতে কোচ বদল করেছিল বসুন্ধরা কিংস। আগের পাঁচ মৌসুমের সফল কোচ অস্কার ব্রুজোনকে বিদায় দিয়ে ক্লাবটি রুমানিয়ান ভ্যালিরিউ তিতাকে দায়িত্ব দেয়। যদিও আগের মতো শক্তিশালী দল তার হাতে তুলে দিতে পারেনি ক্লাব। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে পছন্দসই বিদেশী আনতে পারেনি তারা। ফলে লিগের প্রথম পর্বে ভালোই ভুগতে হয়েছে কিংসকে।
তারা প্রথমপর্ব শেষ করে ১৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ছিল তৃতীয়স্থানে। মোহামেডান সাত পয়েন্ট ও ঢাকা আবাহনী এগিয়ে ছিল তিন পয়েন্টে। মধ্যবর্তী দলবদলের মাঝে হয়েছে লিগের আরেক রাউন্ড। অবস্থান একই রয়েছে। এখান থেকে উত্তরণ পাওয়া অনেকটাই কঠিন কিংসের জন্য।
লিগ শিরোপ ধরে রাখা কঠিন সেটা মানেন কোচ তিতাও। এমনকি চারজন নতুন বিদেশী আনার পরও তিতা জোড় গলায় লিগ জয়ের কথা বলতে পারছেন না। তবে ফেডারেশন কাপকে পাখির চোখ করেছেন এই কোচ। লেসকানো নিয়ে ভীষণ আশাবাদী তিনি, 'তার সঙ্গে এখনও দেখা হয়নি। তবে সিভি দেখে মনে হয়েছে এরকম একজন স্ট্রাইকারই আমাদের প্রয়োজন ছিল। তার অভিজ্ঞতা, সাফল্য ও বয়স মিলিয়ে আমি আশাবাদী। আশা করছি দ্রুত সে দলের সঙ্গে মানিয়ে নেবে। লিগে আমরা সবচেয়ে বেশি ২৯ গোল করেছি ঠিক। তবে সেটা করতে হয়েছে একজন সত্যিকারের স্ট্রাইকার ছাড়া। তবে আগে যে ছিল, সে অনেক সহজ সুযোগ নষ্ট করেছে। আমি আবারও আশা করবো সে (লেসকানো) আমাদের প্রত্যাশা পূরণ করবে।'
বসুন্ধরা কিংসের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার আহমেদ শায়েক জানান, লেসকানোর উচ্চতা এবং বিশ্বের নানা দেশে খেলার বিশাল অভিজ্ঞতা কিংসের এগিয়ে চলাকে অনেক বেশি মসৃন করবে, 'চীনে সর্বশেষ লিগেও তিনি নিয়মিত গোল করেছেন। তাছাড়া রাশিয়া, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ডের মতো দেশগুলোতে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা তার আছে। তাছাড়া তার বেড়ে ওঠা লিভারপুল ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে। তাকে নিয়ে তাই আমরা ভীষণ আশাবাদী।'
শায়েক জানান বাকী তিন বিদেশী- ঘানাইয়ান জাতীয় দলে ডাক পেলেও খেলার সুযোগ না পাওয়া উইঙ্গার ইভান্স ইতি, ব্রাজিলিয়ান সেন্টারব্যাক দ্যাসিয়েল ও পুরানো মুখ উজবেক মিডফিল্ডার আসরর গফুরভ এই সপ্তাহের মধ্যে দলে যোগ দেবেন।