সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

পাকিস্তানের নির্বাচক কমিটি ‘ক্রিকেট’ জানে না: শহিদ আফ্রিদি

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৬:১৭ পিএম

ঘরের মাঠে আয়োজক দেশ হওয়ার পরও সবার আগে মাত্র ৬ দিনের মাথায় এবারের চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়ে পাকিস্তান। আইসিসির এমন বড় ইভেন্টে দলের হতশ্রী অবস্থার পর বোমা ফাটালেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল ‘ক্রিকেট জানে না’ বলে মন্তব্য করেছেন এ তারকা।

২০২২ সালে পিসিবির নির্বাচক প্যানেলের অন্তর্বর্তী প্রধান ছিলেন আফ্রিদি। চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির স্টেডিয়াম অবকাঠামো উন্নয়নের জন্য চেয়ারম্যান মহসিন নাকভির প্রশংসা করলেও ধুঁয়ে দিয়েছেন বর্তমান নির্বাচক প্যানেলকে।

সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘কিছুদিন আগে চেয়ারম্যান সাহেবের (নাকভি) সঙ্গে লাহোরে আমার দেখা হয়। তিনি ক্রিকেটের জন্য কাজ করে চলেছেন, সামনেও করতে চান। কিন্তু তিনি নিজে যেহেতু ক্রিকেটটা বোঝেন না, উনার আশপাশে এ খেলাটির ব্যাপারে ভালো বোধ সম্পন্ন ও টেকনিক্যাল মানুষজনের থাকা প্রয়োজন, যাদের ক্রিকেটের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে। কিন্তু নির্বাচক প্যানেলে যে চেহারাগুলো আমরা দেখছি তারা ক্রিকেটের মানুষ নন, তারা আমলা। সবাই পাকিস্তানের ক্রিকেট দেখছে, আমাদের ঘরোয়া কাঠামো আরও শক্তিশালী হওয়া উচিত। আপনার অভিভাবক যদি ভালো জন তাহলে সন্তানও আপনাআপনি ভালো হয়ে উঠবে।’

গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট হারের পর বদল আসে পিসিবির নির্বাচক কমিটিতে। বর্তমানে এ কমিটিতে রয়েছেন খ্যাতনামা আম্পায়ার আলিম দার, বর্তমান প্রধান কোচ আকিব জাভেদ, সাবেক আন্তর্জাতিক তারকা ক্রিকেটার আসাদ শফিক, সাবেক অধিনায়ক আজহার আলি এবং ক্রিকেট অ্যানালিস্ট হাসান চিমা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত