জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ঐক্যের জায়গা থেকে কখনোই সরে যাব না। নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানী একটি হোটেলে ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, আলেম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এনসিপির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার নির্বাচনের জন্য যে সময় নির্ধারিত করেছে— সে সময়ের মধ্যেই সমস্যার সমাধান করে নির্বাচন যাওয়া সম্ভব। কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। এককভাবে সরকারের পক্ষে এই কাজ সম্ভব নাও হতে পারে। তাই রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও অভ্যুত্থানের শক্তিকে ভূমিকা রাখতে হবে।
নির্বাচনের জন্য সেনা, পুলিশ, আমলাতন্ত্র ও মিডিয়ার নিরপেক্ষতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আমাদের নতুন বাংলাদেশে ঐক্য ও মিলনের জায়গা তৈরি করেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ন্যায়বিচার ও মানবিক মযার্দা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে জাগ্রত হয়েছে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হতে পারে, নীতিগত বিরোধ হতে পারে, তর্ক-বিতর্ক হতে পারে। কিন্তু গণতান্ত্রিক সম্পর্ক, সংলাপ ও মিথষ্ক্রিয়ার যাতে কোনো ছেদ না পড়ে।
জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে স্থায়ীভাবে পরাস্ত করা সম্ভব নয় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা যাতে কোনোভাবে ভুলে যা নাই দেশের বিপদ এখনো পুরোপুরো কাটেনি। বাংলাদেশবিরোধী শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজনীতিবিদ, গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে অনৈক্য সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, মাফিয়া লুটেরা, ব্যবসায়িক শ্রেণি ও ষড়যন্ত্রকারীদের সুযোগ করে দিতে পারে। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।
ইফতার মাহফিলে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরীক বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।