ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানার আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। হংকং থেকে সংক্ষিপ্ত সফর শেষ করে মঙ্গলবার ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পরই গ্রেপ্তার হন দুতার্তে। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ভোরে আইসিসির কাছ থেকে গ্রেপ্তারি পরোয়ানার আনুষ্ঠানিক কাগজটি হাতে পাওয়ার পরই তাকে আটক করা হয়। এখন পর্যন্ত তিনি কর্র্তৃপক্ষের হেফাজতে আছেন। ২০১৬ সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন রদ্রিগো দুতার্তে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, মাদকের বিরুদ্ধে এই লড়াইয়ে হাজারো নিরাপরাধ মানুষ নিহত হয়েছে। ২০১৯ সালে ফিলিপাইনে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ নিয়ে তদন্ত করতে শুরু করে আইসিসি।