বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মেক্সিকোয় বাস উল্টে নিহত ১১

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০১:১৬ এএম

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। সোমবার (১০ মার্চ) ওক্সাকা রাজ্যের ছোট শহর সান্তো দোমিঙ্গো নারোর কাছে ঘটনাটি ঘটেছে। 

এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি দক্ষিণাঞ্চলীয় শহর ইসথমাসের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম আয়োজিত এক জনসভায় যোগ দেওয়ার পর তারা নিজ এলাকায় ফিরছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত