মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ ডিপিডিসির

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৬:২৭ এএম

 এ বছর গ্রীষ্মকাল, সেচ মৌসুম এবং রমজান মাস একই সময়ে হওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে লোডশেডিং বৃদ্ধি পেতে পারে। লোডশেডিংমুক্ত থাকতে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার করা জরুরি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রমজান মাসে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সব গ্রাহককে অনুরোধ করেছেন।

ডিপিডিসির গ্রাহকদের লোডশেডিংমুক্ত থাকতে বিদ্যুতের অপচয় রোধ ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে কিছু বিষয় প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হয়েছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে মসজিদ, শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখা; বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা; দোকানপাট, শপিংমল, বিপণি বিতান, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার পরিহার করা; দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রাখুন ও সূর্যের আলো ব্যবহার করুন। যে কোনো ধরনের আলোকসজ্জা করা থেকে বিরত থাকা; পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্ত্রির ব্যবহার বন্ধ রাখা; ইজিবাইক, অটোরিকশা ইত্যাদি অবৈধভাবে চার্জিং থেকে বিরত থাকা। বাসাবাড়িতে পরিবেশবান্ধব রুফটপ সোলারটিকে সচল রাখা; এবং জানমালের নিরাপত্তা রক্ষায় মানসম্মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা।

কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটলে ধৈর্য সহকারে কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানানোর পাশাপাশি যে কোনো প্রয়োজনে ডিপিডিসির হটলাইন নাম্বার (১৬১১৬) এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত