বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

দিনদুপুরে ঘরে ঢুকে ডাকাতি বাড়িওয়ালার ছেলেকে হত্যা

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:০৮ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনদুপুরে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়িওয়ালার একমাত্র সন্তানকে হত্যা করে অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ব্যক্তি খুন হয়েছে। নরসিংদীর পলাশে অটোরিকশায় যাওয়া নিয়ে তর্কের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:

গোপালগঞ্জ : কোটালীপাড়ায় দিনদুপুরে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়িওয়ালার একমাত্র সন্তান পিয়াস মজুমদারকে (২২) হত্যা করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে কোটালীপাড়ার লাকিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। দুপুরে পিয়াসের বাবা খোকন বাড়িতে এসে ছেলেকে না পেয়ে দরজা খুলে দেখেন বাড়ির সবকিছু এলোমেলো। এ সময় একমাত্র ছেলেকে কাঁথা-কম্বল দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করে।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়ায় আক্কাছ আলী (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল উপজেলার ধরখার গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গত সোমবার রাতে তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখে দুর্বৃত্তরা। আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

নরসিংদী : পলাশে অটোরিকশায় যাত্রী যাওয়া নিয়ে তর্কের জেরে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। জানা যায়, সোমবার বিকেলে জয়নগর বাজারে নিহতের চাচা মুকুলের সঙ্গে প্রতিবেশী হিমেল, আয়ুব মিয়াসহ চার-পাঁচজনের অটোরিকশা ভাড়া করা নিয়ে ঝগড়া হয়। এরই জেরে সন্ধ্যায় তারা মুকুলের বাড়িতে হামলা করতে যায়। এ সময় বাড়ির পাশে হইচই শুনে সুমন ও তার বাবা আলম মিয়া দেখতে যান। তখন তাদের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত অবস্থায় রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ : দীর্ঘ তদন্তের পর সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার ধানম-ির ব্যবসায়ী কামাল হোসেন হত্যার রহস্য উদঘাটন করেছে। পাওনা টাকা ফেরত না পেয়ে অপহরণের পর তাকে হত্যা করা হয়। গতকাল সিরাজগঞ্জ পিবিআই পুলিশ সুপার এমএন মোর্শেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, গত ২৩ ফেব্রুয়ারি কামালকে অপহরণ করে হত্যার পর লাশ রায়গঞ্জ উপজেলার নিঝুড়ি গ্রামের সড়কের পাশের ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত