সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মধ্যরাতে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, লাকি আক্তারকে গ্রেপ্তার দাবি

আপডেট : ১২ মার্চ ২০২৫, ১০:১৪ এএম

গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। লাকি আক্তারসহ শাহবাগ গণজাগরণ মঞ্চের কারিগরদের বিচারের আওতায় আনার দাবি জানান চবি শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা লাকিকে ফ্যাসিবাদী বলে আখ্যা দেন।

মঙ্গলবার রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শিক্ষার্থীদের মিছিলটি বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা 'ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর', 'তেরো না চব্বিশ, চব্বিশ চব্বিশ', 'শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস', 'ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা', 'চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান সোহাগ বলেন, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শাহবাগকে ফেরত আনতে দেব না। তাদের আবার বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দেব না। চব্বিশে তাদের গডফাদার হাসিনার কবর রচনা হয়েছে। যদি তারা বের হওয়ার চেষ্টা করে পঁচিশে তাদের কবর রচনা করা হবে।

এ সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, যতদিন জুলাই যোদ্ধারা জেগে থাকবে ততদিন ১৩-এর শাহবাগ ফেরত আসতে পারবে না। যতবার লাকিরা ফেরত আসার চেষ্টা করবে ততবার জুলাই ফিরে আসবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, তোমরা বোনদের ধর্ষণকে কেন্দ্র করে যে নোংরা রাজনীতি করার চেষ্টা করছ তা বাংলাদেশের ছাত্রসমাজ রুখে দেবে।

সমাবেশে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মোহাম্মদ আলি বলেন, শাহবাগ কায়েম করে দেশের প্রচলিত আইন লঙ্ঘন করে নিরপরাধ রাজনৈতিক নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল। রায় ঘোষণার পরে মবের মাধ্যমে রায়কে চেঞ্জ করেছিল শাহবাগ। শাহবাগের মাধ্যমে শেখ হাসিনা তার ফ্যাসিবাদকে পাকাপোক্ত করেছিল। এই শাহবাগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব না।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত