সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ইয়ামাল-রাফিনিয়ার রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা 

আপডেট : ১২ মার্চ ২০২৫, ১০:২০ এএম

রেকর্ড যেন তার নামের সঙ্গেই জড়িয়ে গেছে! ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল কাল রাতে শুধু নিজেই ইতিহাস গড়েননি, রেকর্ড গড়তে সাহায্য করেছেন রাফিনিয়াকেও। দুই ফরোয়ার্ডের দুর্দান্ত নৈপুণ্যে সহজ জয় পেয়েছে বার্সেলোনা, নিশ্চিত করেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের টিকিট। 

শেষ ষোলোয় বেনফিকার বিপক্ষে দ্বিতীয় লেগে কাতালানরা জিতেছে ৩-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জয়ী হয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এখন তাদের অপেক্ষা ডর্টমুন্ড ও লিলের মধ্যকার বিজয়ীর বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ের জন্য। 

প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে ১-০ ব্যবধানে জিতে ফিরেছিল বার্সেলোনা। তাই কাতালানদের জন্য কাজটা সহজ ছিল, কিন্তু ইয়ামাল-রাফিনিয়া জুটির রোমাঞ্চকর ফুটবল প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ১১তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনিয়া। ইয়ামালের দারুণ কাটিয়ে বের করা পাসে ভলিতে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান তারকা। এটি ছিল চলতি আসরে তার ১০ম গোল।

তবে দুই মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় বেনফিকা। নিকোলাস ওতামেন্দির হেড রুখতে পারেননি বার্সেলোনা গোলরক্ষক সেজনি।

২৭তম মিনিটে আবার এগিয়ে যায় বার্সেলোনা, এবার একক নৈপুণ্যে ইতিহাস গড়েন ইয়ামাল। রাফিনিয়ার বাড়ানো বল লেভানডফস্কির পা ছুঁয়ে চলে যায় ডান প্রান্তে। সেখান থেকে দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে টাচলাইনের কাছ পর্যন্ত চলে যান ইয়ামাল। সবাই যখন সামনে এগিয়ে যাচ্ছিল, তখনই বাঁ পায়ের চমৎকার শটে গোলকিপারকে পরাস্ত করেন তিনি। 

এই গোলেই ইতিহাস গড়লেন ১৭ বছর ২৪১ দিন বয়সী ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে তিনিই এখন সবচেয়ে কম বয়সী ফুটবলার, যিনি একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেছেন। ভেঙেছেন ২০১৪ সালে ব্রিল এমবোলোর ১৭ বছর ২৬৩ দিনের রেকর্ড। 

৪২তম মিনিটে রাফিনিয়া আবারও নিজের নাম লেখালেন ইতিহাসের পাতায়। আলেহান্দ্রো বালদের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিলের হয়ে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। ১১ গোল নিয়ে পেছনে ফেললেন নেইমার, রিভালদোসহ পাঁচ কিংবদন্তিকে। 

প্রথমার্ধে ৩-১ ব্যবধান নিশ্চিত হওয়ার পর দ্বিতীয়ার্ধে কিছু সুযোগ তৈরি করলেও আর গোল পায়নি বার্সেলোনা। ৬৫তম মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ং সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন। তবে তাতে কোনো সমস্যা হয়নি, দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানের জয় নিয়েই চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা করে নেয় কাতালানরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত