বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় ৪ জন ডাকাত সদস্য গ্রেপ্তার 

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৩:২৭ পিএম

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ মার্চ) রাতে চান্দিনা উপজেলা ও পাশ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় ডাকাতি হওয়া ১৬ কুয়েতি দিনার, ৮০ মালয়েশিয়ান রিঙ্গিত, ৩৫০০ টাকা ও একটি বিদেশি কম্বল উদ্ধার করা হয়। সেই সঙ্গে তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি, দুটি স্টিলের কিরিচ, দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি দেশীয় কুড়াল, একটি লোহার শাবল, একটি লোহার রড ও একটি মোটা রশি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মনপুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান, লক্ষ্মীপুর জেলার রায়পুরা উপজেলার চরমোহনা গ্রামের সিরাজ মোল্লার ছেলে শরীফ হোসেন, কুমিল্লা চান্দিনা উপজেলার নুরপুর গ্রামের তাজুল ইসলামের আলাউদ্দিন ও জোরপুকুরিয়া হাজি রমিজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম। 

বুধবার (১২ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।

 

সম্মেলনে পুলিশ সুপার বলেন, সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। যা পুলিশের নজরে আসে। এ নিয়ে চৌদ্দগ্রাম থানা ও জেলা গোয়েন্দা পুলিশের চৌকশ একটি টিম ডাকাতির ঘটনাস্থল ও সিসি টিভির ফুটেজ পর্যালোচানা করে কুমিল্লা ও চাঁদপুর জেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার ২০-২৫ জন ডাকাত তিনটি গ্রুফে বিভক্ত হয়ে মহাসড়কে ডাকাতির কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রথমে তারা বিমানবন্দর থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রবাসীদের গাড়ির সম্পর্কে তথ্য পায়। সেই তথ্য অনুযায়ী মেঘনা টোল প্লাজা থেকে তারা প্রবাসিদের গাড়ির পিছু নেন। গাড়িটি নির্জন স্থানে গেলে পিক-আপ দ্বারা ব্যারিকেড দেয়। ৬-৭ জানের ডাকাত দলের একটি গ্রুপ অস্ত্র সস্ত্র দিয়ে জিম্মি করে সব কিছু লুট করে নিয়ে যায়। দুটি ডাকাতির ঘটনা তারা স্বীকার করেন। 

 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত