মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৭:০৫ এএম

রংপুরের পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে দেশ রূপান্তরের প্রতিনিধিসহ তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। গতকাল বুধবার বিকেলে টিটিসিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে তিন সাংবাদিক টিটিসিতে তথ্য সংগ্রহ করতে যান। অধ্যক্ষকে না পেয়ে ফিরে আসার সময় তারা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিকল একটি গাড়ির ভিডিও ধারণ করতে গেলে বাধা দেন প্রতিষ্ঠানটির তিন অতিথি প্রশিক্ষক। এ সময় তারা ওই তিন সংবাদকর্মীকে আটক রেখে ভিডিও ডিলিট করে দেন। পরে মোটর ড্রাইভিং প্রশিক্ষক বাঁধন, আব্দুল মান্নান, শাহজাহান, গ্রাফিক্স ট্রেডের সোহাগের নেতৃত্বে ওই তিন সংবাদকর্মীদের ওপর অতর্কিত হামলা চালান প্রশিক্ষণার্থীরা। আহত ওই তিন সংবাদকর্মী হলেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক গণকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রতন মিয়া ও একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান। সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় পীরগঞ্জ প্রেস ক্লাবসহ গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।  পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মহিবুল ইসলাম জানান, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত