পাকিস্তানের ক্রিকেট মানেই বিতর্ক আর নানারকম উদ্ভট কাণ্ডকারখানা। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর চলছে সমালোচনার ঝড়, যাতে যোগ দিয়েছেন সাবেক কোচেরাও। কোচ হিসেবে গ্যারি কার্স্টেন ও জেসন গিলেস্পিকে পিসিবি অবমূল্যায়ন করেছে বলে মনে করেন দেশটির আরেক সাবেক কোচ মিকি আর্থার। এ প্রসঙ্গে তিনি পাকিস্তানের ক্রিকেটকে একহাত নিয়েছেন।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিতের পর পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ বলেছিলেন, ‘আড়াই বছরে আমরা ১৬ জন কোচ ও ২৬ জন নির্বাচক পরিবর্তন করেছি। যদি বিশ্বের যেকোনো দলের সঙ্গে এমনটা হয়, তাহলে তাদের পারফরম্যান্সও একইরকম হবে।’ তবে নিজের চাকরি ছাড়ার পেছনে আকিবকে দায়ী করে তাকে ‘ভাঁড়’ বলে অভিহিত করেন জেসন গিলেস্পি।
এই প্রসঙ্গে টকস্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় মিকি আর্থার বলেন, ‘সত্যি বলতে, এই উক্তিটি আমার খুব ভালো লেগেছে। জেসন গিলেস্পি অসাধারণ একজন কোচ, চমৎকার মানুষ। পাকিস্তান ক্রিকেট কেবল নিজেদের পায়ে কুড়াল মারছে। এটা তাদের সবচেয়ে খারাপ শত্রু। অনেক ভালো খেলোয়াড় আছে, তাদের এখন সম্পদ আছে, অনেক তরুণ প্রতিভা আছে। তাদের দারুণ সামর্থ্য আছে। তবু এখনও এতটা বিশৃঙ্খল। সত্যিই হতাশাজনক ব্যাপার। যখন তারা গিলেস্পি ও কার্স্টেনকে চুক্তিবদ্ধ করল, ভাবলাম তারা ঠিক পথেই আছে, তাদের সত্যিই ভালো কয়েকজন খেলোয়াড় ছিল। কারণ শেষ পর্যন্ত খেলোয়াড়রাই হারে।’
পাকিস্তানের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো কোচ আর্থার আরও বলেন, ‘তাদের ভালো কয়েকজন কোচ ছিল, যারা তাদের এগিয়ে নিয়ে যেতে পারত। কিন্তু তারপর পাকিস্তানে যে বিষয়টি কাজ করে, তা কেবল অবমূল্যায়ন করে। এটা একটা জঙ্গল। গ্যারি ও জেসনের জন্য আমার খুব খারাপ লাগছে। আমার মনে সন্দেহ নেই যে, তাদের অবমূল্যায়ন করা হয়েছে, এটা খেলোয়াড়দের এবং চূড়ান্তভাবে পাকিস্তান ক্রিকেটের জন্য ক্ষতি।’