মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

দোলে রং খেলার আগে যত্ন নিন চুলের

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৫:২৭ পিএম

প্রতিবছর অনেকেই অপেক্ষায় থাকেন একটি মাত্র দিনের জন্য। যে দিন মন ভরে রং খেলা যায়। হুল্লোড় করা যায়। তাই দোলের দিন বাঙালি রং খেলবে না, তা হয় না। কিন্তু একদিন রং খেলতে গিয়ে চুলের বারোটা বাজানো চলবে না। আজকাল অনেকেই ইকো-ফ্রেন্ডলি রং ব্যবহার করেন। তাও বাজার ছেয়ে রয়েছে ভেজালে। যে রংই ব্যবহার করুন না কেন, দোল খেলার আগে চুলের যত্ন নিতেই হবে। কিন্তু কয়েক ঘণ্টার আনন্দের খেসারত যদি কয়েক মাস ধরে দিতে হয়, তখন আর সে আনন্দ থাকে কি?

ক্ষতিকর রাসায়নিক যুক্ত রং এবং আবির, কোনওটাই ত্বক এবং চুলের জন্য ভাল নয়। ভেষজ রং বলে যা বাজারে পাওয়া যায়, তার গুণমান নিয়েও প্রশ্ন থাকে। তা ছাড়া রং বা আবির যেমনই হোক, চুল এবং ত্বকের পক্ষে তা মোটেই ভাল নয়, বিশেষ করে তা যদি দীর্ঘ ক্ষণ ধরে মাথায় অথবা গায়ে লেগে থাকে। চুলের ধরন যাদের এমনিতেই রুক্ষ, ডগা ফাটার সমস্যা রয়েছে, ক্ষতিকর রাসায়নিকে তাদের চুলের বারোটা বাজতেই পারে। চুলের জন্য যা যা করবেন- 

তেল মাখুন

আবির, দূষণ, সূর্যালোক— সব মিলিয়ে দোলে সবচেয়ে বেশি ক্ষতি হয় চুলের। চুলের স্বাস্থ্য বজায় রাখতে এবং চুলকে ক্ষয়ের হাত থেকে বাঁচাতে হলে তেল মাখতেই হবে। তেল চুলের আর্দ্রতা বজায় রাখে। এতে রং খেলার পর শ্যাম্পু করলে সহজেই সব রং উঠে যাবে। দামি কোনও তেল মাখার দরকার নেই। যে কোনও হেয়ার অয়েল মাখলেই কাজ হবে। চুলে নারকেল তেল মাখলে সবচেয়ে ভালো ফল পাবেন।

শ্যাম্পু করবেন না

দোলে রং খেলার পর শ্যাম্পু করতেই হবে। কিন্তু আগেই শ্যাম্পু করবেন না। দোলের আগের দিন যদি শ্যাম্পু করেন, চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যাবে। পাশাপাশি রং চুলের মারাত্মক ক্ষতি করবে। তাই দোলের আগের দিন শ্যাম্পু করা এড়িয়ে চলুন। 

চুল বেঁধে নিন

দোলে রং খেলতে নামুন চুল বেঁধে। চুলে বেনী করে নিতে পারেন। আবার খোঁপাও বাঁধতে পারেন। এতে চুলে বেশি রং লাগার ভয় নেই। ছেলেরা টুপি পরে রং খেলতে পারেন। মেয়েরা স্কার্ফ দিয়ে চুল ঢেকে নিন। এতে সহজেই চুলের ক্ষয় এড়াতে পারবেন। চাইলে নকল চুলও পরতে পারেন। আজকাল নকল চুল দোলের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত