গাজীপুরে বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে আধা ঘণ্টা অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, মহানগরীর কোনাবাড়ী এলাকার স্বাধীন গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকদের আগে থেকেই জানিয়ে দেওয়া হয় চলতি মাসের ২০ তারিখ ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে। একই সঙ্গে কারখানা কর্তৃপক্ষ তাদের জানান ২৭ মার্চ ঈদের বোনাস দেওয়া হবে। কিন্তু চলতি মাসের বেতন কবে দেওয়া হবে সেই সিদ্ধান্ত দেওয়া হয়নি। বুধবার শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে সেই সিদ্ধান্ত জানতে চাইলে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হবে বলে জানায়। সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে বেশ কিছু শ্রমিক কারখানা কর্তৃপক্ষের কাছে চলতি মাসের বেতন কবে দেওয়া হবে সেই বিষয়টি জানতে চান। কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না দেওয়ায় সকালে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে সকাল ১১টার দিকে শ্রমিকরা বিক্ষোভ নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী উড়ালসড়কের পূর্বপাশে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। শ্রমিকরা সরে গেলে পৌনে ১২টার দিকে ওই মহাসড়কে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কারখানা শ্রমিক আসাদুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ ২০ মার্চ গতমাসের বেতন এবং ২৭ মার্চ ঈদ বোনাস দিয়ে ২৮ মার্চ ঈদের ছুটি দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু চলতি মাসের বেতন কবে দেবে সেটা জানতে চাইলে তারা নানা ধরনের কথাবার্তা বলে। সঠিক কোনো কথা বলছিল না তাই বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।