রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আপিল বিভাগের রায়

দশম গ্রেডে প্রাথমিকের প্রধান শিক্ষকরা

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০২:৪৫ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা (প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত) দ্বিতীয় শ্রেণির মর্যাদা অনুযায়ী দশম গ্রেডে গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় এসেছে সর্বোচ্চ আদালত থেকে। সংশ্লিষ্ট বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে করা আবেদন নিষ্পত্তি করে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এই রায় দেয়।

রায়ের বরাতে সংশ্লিষ্ট আইনজীবীরা বলেন, ২০১৪ সালের ৯ মার্চ থেকে এই মর্যাদা (দশম গ্রেড) অনুসারে প্রধান শিক্ষকরা সুযোগ-সুবিধা পাবেন।

আদালতে শিক্ষকদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন। তিনি সাংবাদিকদের বলেন, ‘দ্বিতীয় শ্রেণির যারা ছিল সবাই ১০ম গ্রেডের। কিš ‘অপ্রত্যাশিতভাবে প্রাথমিকের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণরতরা পেতেন ১১তম এবং প্রশিক্ষণবিহীনরা পেতেন ১২তম গ্রেডে। এটা একটা সীমাহীন অন্যায় ছিল। এটা সংবিধানের ২৯ অনুচ্ছেদের লঙ্ঘন। দীর্ঘ লড়াইয়ের পর শিক্ষকরা তাদের স্বীকৃতিটা পেয়েছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দশম গ্রেড পাবেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত