আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবার ছয় বলে ছয় ছক্কা মারার নায়ক ছিলেন যুবরাজ সিং। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে কী মারটাই না মেরেছিলেন তিনি! এখন যুবরাজের বয়স ৪৩। এই বয়সেও তিনি জানান দিলেন, ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো ফুরিয়ে যাননি। তার ব্যাট এখনো কথা বলে।
সাবেক ক্রিকেটারদের নিয়ে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের একটি ম্যাচে ঝড় তুলেছিলেন যুবরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ৩০ বলে ৭ ছক্কা এবং ১ বাউন্ডারিতে ৫৯ রানের সৌজন্যে ৭ উইকেটে ২২০ রান তোলে শচীন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারতীয় দল। জবাবে অস্ট্রেলিয়া অল-আউট হয় ১২৬ রানে। ৯৪ রানের বিশাল জয়ে ভারত উঠে গেছে ফাইনালে।
যুবরাজ ফিফটি পূরণ করেন মাত্র ২৬ বলে। ম্যাকগেইনের এক ওভারে হাঁকান ৩টি ছক্কা। শেন ওয়াটসনের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া যুবরাজ ঝড় থামাতে পারেনি। আরেক কিংবদন্তি শচীন ৩০ বলে ৭ বাউন্ডারিতে খেলেন ৪২ রানের ইনিংস। এছাড়া স্টুয়ার্ট বিনি ২১ বলে ৩৬ এবং ইউসুফ পাঠান ১০ বলে ২৩ এবং ইরফান পাঠান ৭ বলে ১৯ রানের ক্যামিও খেলেন।