কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত এবং চারজন আহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় এ ঘটনা ঘটে।
চকরিয়া থানার পরিদর্শক ( তদন্ত ) মো. ইয়াছিন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নাজমুল হাসান (৫০) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা গোকর্ণ এলাকার বাসিন্দা। তিনি হাইওয়ে পুলিশের চকরিয়াস্থ মালুমঘাট ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউদ্দিন, কনস্টেবল নুরুল আলম, কনস্টেবল অলি আহমদ ও কনস্টেবল শারফুল ইসলাম।
তাদের মধ্যে জিয়াউদ্দিন ছাড়া অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে ইয়াছিন মিয়া বলেন, দুপুরে চকরিয়াস্থ মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির একটি জীপগাড়ি পুলিশ সদস্যদের নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল। একপর্যায়ে গাড়িটি ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় পৌঁছালে অন্য যানবাহনকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়ি সড়কের পাশে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়।
এ ঘটনায় গাড়িতে থাকা পুলিশের ৫ সদস্য আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিশ্চিয়ান মোমোরিয়াল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।