কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াখলা গ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সিএনএন বাংলা টিভির সাংবাদিক আবুল হাসনাত সজীব ও তার সহযোগী মাজহারুল ইসলাম। বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মী প্রবাসী সজীব ও সৌদি প্রবাসী জনির অনুসারীরা এ হামলা চালিয়েছেন।
মানববন্ধনে সাংবাদিক সজিব বলেন, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল কাইয়ুমের আশ্রয়ে থেকে আওয়ামী লীগ নেতা ডিস কামালের নির্দেশনায় ছাত্রলীগ নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি কামরুল হাসান আশিকের নেতৃত্বে এ হামলা হয়েছে।
তিনি জানান, চাঁদাবাজি, মাটিকাটা, আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে পুনর্বাসনসহ নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তিনি হুমকির মুখে রয়েছেন। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও কোনো প্রকার পুলিশি পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান তিনি।
এ সময় দোষীদের শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানানো হয়।