বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

জামালপুর 

দুই ছাত্রকে কয়েক মাস ধরে বলাৎকার, মাদ্রাসা শিক্ষককে পুলিশে দিল জনতা

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১০:৫৯ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে বজলুর রহমান (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) ইফতারের পরে সরিষাবাড়ী পৌর শহরের সাতপোয়া গ্রামের রওদাতুল আতফাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা তিন ঘণ্টা ধরে ওই শিক্ষককে আটকে রাখে। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে অভিযুক্তকে উদ্ধার করেন। অভিযুক্ত বজলুর রহমান ওই মাদ্রাসার সিনিয়র শিক্ষক।

এক ভুক্তভোগীর মা বলেন, তার দশ বছরের বাচ্চাকে দুই মাস ধরে বলাৎকার করে আসছিল। কিন্তু আজ সে বিষয়টি প্রকাশ করেছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য এক ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, তার নয় বছরের ছেলেকে মাদ্রাসার শিক্ষক চার মাস ধরে বলাৎকার করেছে। তিনি এর বিচার চান।

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিক্ষককে উদ্ধার করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত