শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

পার্বতীপুুরের আগাম তরমুজ

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০১:৪৫ এএম

সাধারণত এপ্রিল কিংবা মে মাস জুড়ে চলে তরমুজের ভরা মৌসুম। ইতিমধ্যেই দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে ফল ব্যবসায়ীরা তরমুজের পসরা সাজিয়ে বসেছে। তরমুজ বিক্রি হচ্ছে এখন চড়া দামে। হাটবাজারগুলোতে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা দরে। পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্রেতা খোরশেদ আলম জানান, তরমুজ পটুয়াখালী থেকে ট্রাকযোগে আনা হয়েছে। খরচ হয়েছে ৩০ হাজার টাকা। আগাম জাতের তরমুজ আকারে ছোট ও মাঝারি। এগুলো ওজনে ৩-৪ কেজির মতো হচ্ছে। সব মিলে রমজানের শুরুতেই পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, বাস টার্মিনাল, বড়পুকুরিয়া বাজার, মধ্যপাড়া বাজার, আমবাড়ী বাজার, পুরাতন বাজার হাট, খয়েরপুকুর হাট, হাবড়া হাটসহ বিভিন্ন হাটবাজারে তরমুজ ওঠা শুরু করেছে। বাজারে তরমুজ কিনতে আসা লাইলী বেগম জানান ছেলে তরমুজ খেতে চাচ্ছে তাই কিনতে এসেছি। ব্যবসায়ী জিল্লুর রহমান জানালেন, রমজানে তরমুজের দোকানে অপেক্ষাকৃত ভিড় বেশি। অল্প সময়ের মধ্যে তরমুজের আমদানি আরও বাড়বে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত